সারাদেশ

রাজবাড়ীতে তামান্না হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  প্রতিনিধি 10 April 2025 , 4:53:48 প্রিন্ট সংস্করণ

নাফিজ আহমেদঃ

রাজবাড়ীর চন্দনীতে তামান্না হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ৫ এপ্রিল চন্দনী ইউনিয়নের তারেক আহমেদের কন্যা তামান্নাকে পরিকল্পিত ভাবে হত্যা ও হত্যাকারী পুলিশ সদস্য লিটন মাহমুদ (৩৩) এর বিরুদ্ধে যৌতুক ও পরকিয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় চন্দনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, চন্দনী বাসস্ট্যান্ড বাজার সদস্য ও এলাকাবাসী অংশ গ্রহণে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, ফলে এসময় প্রধান সড়কের যানযটের সৃষ্টি হয়, সমাবেশে তামান্না হত্যার মূল পরিকল্পনাকারী সহ সকল আসামিদের দ্রুত আটক করে বিচারের দাবি করেন। সমাবেশে মামলার বাদী তারেক আহমেদ, তামান্নার মা সুরাইয়া আক্তার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মতিউর রহমান মুন্না, সদর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন শেখ, বণিক সমিতির সদস্য শুকুর আলী শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ মজিদ শেখ, ব্যবসায়ী ফরহাদ আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। মামলার বাদী দাবি করেন আমাকে সদর থানা থেকে মামলা গ্রহণ না করে আপোষ করাতে বলা হয়, আমি বাধ্য হয়ে কোর্টে মামলা দায়ের করি, হত্যা কারী পুলিশ সদস্য হওয়ার কারণে স্বজন প্রীতি হবার সম্ভাবনা রয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ