সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত।

  প্রতিনিধি 10 April 2025 , 7:54:00 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম (কচাকাটা) প্রতিনিধি।

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি-শৃঙ্খলা, সীমান্ত হত্যা বন্ধ ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রতি রক্ষা লক্ষ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারে ৯৪৫ এর সাব পিলার ৩ এসের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে বিএসএফের ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ললিত কুমার ও ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ শিং।

 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা, সব ধরনের চোরাচালান রোধ, মানব পাচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যাতে সীমান্ত আর কোনো নিরীহ বাংলাদেশি হত্যাকাণ্ডে শিকার না হয়, আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিএসএফের তিন ব্যাটালিয়নের অধিনায়ককে জানিয়েছি। এছাড়াও সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফের যৌথ টহল থাকবে।

 

তিনি আরও জানান সীমান্তে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মাঝে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ নানা বিষয়ের ওপর জনসচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ