সারাদেশ

জামালগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

  প্রতিনিধি 10 April 2025 , 7:58:37 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমদ খান। এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জামালগঞ্জ উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, জামালগঞ্জ সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়নের সভাপতি মোশায়েল আহমদ ও খাইরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের

সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা তোফায়েল আহমদ খান বলেন,দেশমাতৃকার কল্যাণে সকল বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সকল প্রকার জুলুম-নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, আল্লাহর অশেষ রহমতে দলটি আজও টিকে আছে এবং দেশবাসীর মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া শেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ