সারাদেশ

ফুলবাড়ীর মানুষ হারালো এক নক্ষত্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  প্রতিনিধি 11 April 2025 , 9:37:47 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম,মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামে কুড়িগ্রাম পুলিশের এস আই রোস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মরদেহকে জাতীয় পতাকায় ঢেকে সশস্ত্র সালাম প্রদান ও ১ মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।

রাষ্ট্রীয় সন্মান প্রদানের সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ