অন্যান্য

গুরুদাসপুরে ভয়াবহ আগুন, নিঃস্ব হলেন ব্যবসায়ী

  প্রতিনিধি 12 April 2025 , 7:27:22 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার

 

গুরুদাসপুরে কাঠুরিয়া ফার্নিচার ও পাটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

আজ শনিবার ভোর ৬টার দিকে শহরের চাঁচকৈড় কাঠহাটায় এই ঘটনা ঘটে।

 

কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানান, আগুনে কাঠের নকশা করা তিনটি মেশিন, ৩০ সেট খাট, পাঁচ সেট ওয়ারড্রপসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তারও ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: আতাউর রহমান জানান, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ