প্রতিনিধি 14 April 2025 , 4:15:41 প্রিন্ট সংস্করণ
রিটন কুমার নাথ,(বান্দরবান) বিশেষ প্রতিনিধি:
পুরাতন বাংলা বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছর ১৩ এপ্রিল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেন পার্বত্য জেলার পাহাড়ী জনগোষ্ঠী, এবং এর পাশাপাশি বাঙালি সম্প্রদায়রাও। প্রতি বছরের ন্যায় এই বছরও সাংগ্ৰাই উৎসবকে ঘিরে ১৩ এপ্রিল সকালে বান্দবান উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে বান্দরবান রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান প্রধান অলিগলি সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় তরুণ, তরুণী সহ শিশুরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাই। এই শোভাযাত্রায় অংশ নেয় মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা সহ ১১ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষ, এবং পাশাপাশি বাঙালি জনসাধারণ ও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, এবং উদ্বোধন শেষে তিনি নতুন বছর সকলের জন্য মঙ্গল নিয়ে আসুক এই প্রত্যাশা করেন। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেস মং মারমা, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহ-সভাপতি থুই সিং প্রু লুবুসহ বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা উপস্থিত ছিলেন। বান্দরবানে নানা আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপি চলবে মারমা সম্প্রদায়ের এই সাংগ্রাই উৎসব উদযাপন। ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান, রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারের সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটবে।