সারাদেশ

জয়পুরহাটে মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা

  প্রতিনিধি 15 April 2025 , 1:17:31 প্রিন্ট সংস্করণ

মোঃ মাফিজুল ইসলাম:

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পাঁচবিবি কীর্তি সন্তান , মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেনকে বিদেশি পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে হত্যার চেষ্টা করা হয়। ১৪ই এপ্রিল সোমবার পহেলা বৈশাখ, দিনব্যাপী বিভিন্ন জায়গায় বৈশাখী অনুষ্ঠান শেষে, ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলসহ রাজনৈতিক সহকর্মীদের নিয়ে পৌর সুপার মার্কেটের গ্যারেজের সামনে বাইজিদের কাপড়ের দোকানের সামনে বসে রাত ৯টা ৩০মিঃ ব্যবসায়িক আলোচনা করছিলেন,এ সময় দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে করে গুলি ছুড়ে,তবে কোন গুলি শামীমের গায়ে লাগেনি বলে জানান প্রত্যক্ষদর্শী পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,তিনি বলেন, হঠাৎ করেই দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী ঘটনাস্থলে পৌঁছান, ওর মধ্যে একজন শামীমকে আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দেন ওই যে শামীম,ওই সময় ভাড়াটিয়া কিলার শামীমকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, তবে আল্লাহর রহমতে শামীম বেঁচে যান,ওখানে উপস্থিত সকলের আত্মচিৎকারে এবং যুবদল নেতা হারুনুর রশিদ সজল সন্ত্রাসীদের ধাওয়া করেন,ওই সময় একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে গেলে,পাঁচজন সন্ত্রাসী পালিয়ে গেলেও একজন পালাতে পারেনি তিনি বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল সহ জনসাধারণের হাতে আটক হন।

আটকৃত সন্ত্রাসীকে রাতেই পুলিশে সপর্দ করা হয়। ঘটনার খবর পেয়ে রাতেই জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায়, ঘটনা স্কুলে ছুটে আসেন জয়পুরহাটে জেলার ডিবির প্রধান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তাগণ। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত সন্ত্রাসী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে রুবেল হোসেন( ৩০)।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ১জন আসামিকে বিদেশি পিস্তল ৫রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে.। যাহারাই হত্যার চেষ্টায় জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ