সারাদেশ

আখাউড়ায় চুরির ঘটনায় নারীর চুল কর্তনকারী গ্রেপ্তার 

  প্রতিনিধি 15 April 2025 , 1:50:02 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীর চুল কাটার ঘটনায় সুমন দাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকায় মসজিদ পাড়ার তার ভাড়া বাড়ির কাছ থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রবিবার ঘটনার পরপরই তাকে ধরতে অভিযান চালানো হয়। কৌশলে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা সম্পর্কে জানা যায়, রোববার (১৩ এপ্রিল) রাতে পৌর এলাকার সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম দোকানের পাশ দিয়ে এক শিশুসহ তিন নারী যাচ্ছিলেন। এসময় শিশুটি দোকানের বাইরে থাকা একটি পার্টস হাতে ধরে। বিষয়টি দেখে দোকানের সামনে থাকা সুমন দাস এগিয়ে এসে শিশুটিকে চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। এরপর সুমন তার সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরা নারীদের মাথার কাপড় খুলে চুল কাটেন। শুধু তাই নয়, শিশুসহ ওই দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে মারধর করা হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয় জনগণের মাঝে।

সোমবার সকালে স্থানীয় জনগণ আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে দ্রুত তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের অভিযান চলমান। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ