অন্যান্য

মাছ ধরতে পুকুরের পানিতে নেমে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু

  প্রতিনিধি 19 April 2025 , 11:27:51 প্রিন্ট সংস্করণ

oppo_0

আনিসুল হক সুমন

 

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. নাসির উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নাসির উদ্দিন পার্শ্ববর্তী লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।

 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির পাশেই এক পুকুরের পানিতে মাছ ধরতে নামে নাসির উদ্দিন। ওই সময় বিদ্যুৎতের মোটর দিয়ে পুকুরের কিছু পানি সেচের জন্য সুইজ চাপলে বিদ্যুৎতের ছেড়া তার পুকুরের পানিতে সংযোগ থাকায় পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায় যার ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরে নাসির। পরবর্তিতে বিদ্যুৎতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিন কে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পুর্বেই সে মুত্যুবরণ করেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ এসে তাদের আইনী কার্যক্রম চলমান রেখেছেন।

আরও খবর

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩

যশোরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

আবারও বন্দুক-বোমায় উত্তপ্ত মণিপুর

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই কারী গ্রেফতার

                   

জনপ্রিয় সংবাদ