অন্যান্য

মাগুরায় একাধিক অস্ত্র সহ ৩ জন গ্রেপ্তার

  প্রতিনিধি 23 April 2025 , 4:05:09 প্রিন্ট সংস্করণ

ইকরামুল হাসান

 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ২১ এপ্রিল। পরিচালিত এক অভিযানে মাগুরা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাগুরা সদর থানার মীরপাড়া গ্রামের মৌশান শেখ (২৮) এর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

 

অভিযানে নিচের মালামাল জব্দ করা হয়:

 

ওয়ান শুটার গান – ০২টি

 

অ্যামুনিশন – ১৫ রাউন্ড

 

রামদা – ০১টি

 

চাপাতি – ০১টি

 

চাইনিজ কুড়াল – ০১টি

 

দা – ০২টি

 

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:

১. মৌশান শেখ (২৮), পিতা: মো. জাহিদ মিয়া, গ্রাম: মীরপাড়া, থানা: মাগুরা সদর

২. শাওন শেখ (২৮), পিতা: বাবু শেখ, গ্রাম: মীরপাড়া, থানা: মাগুরা সদর

৩. মো. নয়ন হোসেন (৩০), পিতা: বাবু শেখ, গ্রাম: মীরপাড়া, থানা: মাগুরা সদর

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ