অন্যান্য

দুর্গাপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  প্রতিনিধি 23 April 2025 , 2:03:33 প্রিন্ট সংস্করণ

আনিসুল হক সুমন

 

নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট নিরাপদ প্রজেক্ট এর আয়োজনে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুদবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডিয়ান ফুডগেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ ইউএসএ ও কানাডা এর অর্থায়নে এ মেশিন বিতরণ করা হয়।

 

বিতরণ পুর্ব আলোচনা সভায় পারি ময়মনসিংহ বিভাগের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও এর সভাপতিত্বে, প্রজেক্ট ম্যানেজার কমল পালের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, কৃষি অফিসার নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ প্রমুখ।

 

সেলাই মেশিন প্রাপ্ত সালমা আক্তার বলেন, আমার স্বামী গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। পারি ডেভেলপমেন্ট থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি নাই। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনার জন্য অর্থ সহায়তা করেছে। এখন এই সেলাই মেশিন দিয়ে প্রতিমাসেই টাকা উপার্জন করে নিজের সংসারে অবদান রাখার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ জানাই পারি সংস্থা কে।

 

প্রধান অতিথি নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সেলাই মেশিন বিতরণের যে উদ্যোগ নিয়েছে পারি ডেভেলপমেন্ট আমি তাদের ধন্যবাদ জানাই। দুর্গাপুর উপজেলা যে দুটি ইউনিয়ন বেছে নেয়া হয়েছে এজন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ। উপজেলা প্রশাসন সকল ভালো কাজে সকলের পাশে থাকবে। এই মানবিক কাজে পাশে থাকা সবাইকে আমি ধন্যবাদ জানাই।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ