অন্যান্য

টাঙ্গাইলে শোলাকুঁড়িতে বার্ষিক স্নান ও মেলা সম্পন্ন

  প্রতিনিধি 29 April 2025 , 1:16:27 প্রিন্ট সংস্করণ

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ  

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুঁড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক পূণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পন্ন হয়।

 

শোলাকুঁড়ির বিশাল পুকুরে পূণ্যস্নানে অংশ নিতে ভোর থেকেই টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ভিড় করেন। স্নান শেষে তারা মেলায় অংশ নেন।

 

পূণ্যস্নান উপলক্ষে স্থানীয়রা বাড়ির আঙিনায় ও সড়কের দুপাশে সাময়িক দোকান বসিয়েছেন। এসব দোকানে মিষ্টান্ন, পোশাক, খেলনা ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিক্রি হয়। মেলার কারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

পূণ্যার্থীরা জানান, আত্মশুদ্ধি ও ধর্মীয় অনুভূতির প্রকাশ ঘটাতেই তারা প্রতিবছর এই স্নানে অংশগ্রহণ করে থাকেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

 

এ আয়োজনকে ঘিরে শোলাকুঁড়িতে মানুষের মিলনমেলা বসে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রাণচাঞ্চল্য আসে বলে জানান স্থানীয়রা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ