প্রতিনিধি 29 April 2025 , 1:28:20 প্রিন্ট সংস্করণ
গঙ্গাস্নান ঘিরে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল, গ্রামীণ পসরা আর প্রার্থনায় মুখর তিতাস তীর
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় তিতাস নদের পাড়ে গঙ্গাস্নান উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী বান্নি মেলা। সোমবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুরু হয় এ আয়োজন। স্থানীয় ভাষায় ‘বান্নি’ নামে পরিচিত এই মেলাকে ঘিরে, প্রতি বছরের মতো এবারও তিতাসপাড়ে জমে উঠেছে উৎসবের পরিবেশ।
মেলায় নারু, তিল্লাই, বাতাসা, কদমা, জাম মিষ্টি, মণ্ডা-মিঠাই, গুড়ের জিলাপি—নানা ধরনের দেশীয় খাবারের পসরা বসেছে। পাশাপাশি রয়েছে মাটির তৈরি খেলনা ও তৈজসপত্রের তিন শতাধিক দোকান।
সকালে বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে মেলা। গঙ্গাস্নানে অংশ নিতে আসা সঞ্চিতা রানী বর্মণ বলেন, “নিজের অজানা-জানা পাপ মোচনের উদ্দেশ্যে গঙ্গাস্নান করেছি এবং স্নান শেষে গঙ্গা মায়ের কাছে পরিবার ও দেশের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি।”
মোহন লাল দাস বলেন, “গঙ্গার পবিত্র জলে স্নান করলে রোগ-শোক দূর হয় এবং তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের মুক্তি লাভ হয়—এই বিশ্বাস থেকেই স্নান করেছি। ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করেছি।”
মেলায় মাটির খেলনা নিয়ে আসা ব্যবসায়ী পবিত্র মোহন পাল জানান, প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষা করেন। এ বছরও এসেছেন এবং ক্রেতাদের উপস্থিতি ভালো হওয়ায় বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান।
খাবারের দোকানদার ফরিদ হোসেন বলেন, “সকালে বৃষ্টির কারণে ক্রেতা কিছুটা কম ছিল, তবে দুপুরের পর থেকে মেলায় ক্রেতাদের ভিড় বেড়েছে।”
মেলা সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই বান্নি মেলা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।