অন্যান্য

দুর্গাপুরে ইউনিভার্সিটির শিক্ষার্থীকে ধর্ষন-ছাত্রদল নেতা আটক

  প্রতিনিধি 1 May 2025 , 9:28:17 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

 

নেত্রকোনার দুর্গাপুরে এক তরুণীকে (১৯) জোরপূর্বক  ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৫) কে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। ভুক্তভোগী ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি এলাকার একটি রিসোর্ট থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী তার হবু স্বামী মুন্না মিয়া (২৭) এর সাথে দুর্গাপুরে বেড়াতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ওই রিসোর্টে এসে ২০১ নং কক্ষে রাত্রীযাপন করে।  পরদিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মি আবাসিক হোটেলে অবস্থানের তথ্যের ভিত্তিতে ঐ এলাকার অন্য একটি আবাসিক হোটেল থেকে পুলিশ মুন্নাকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে তার তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর অবস্থানে যায় পুলিশ। এদিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মুন্নার বন্ধু দুর্জয় রিসোর্টের ওই কক্ষে এসে ভুক্তভোগীর সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ তাকে করে। পরবর্তিতে ভুক্তভোগীর ডাক চিৎকার করা অবস্থায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এসময় আশ-পাশের লোকজনও চলে আসে পরে ভুক্তভোগী কে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ এবং দুর্জয় কে আটক করা হয়।

 

এঘটনার পর মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি শামসুল হুদা শামীম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সফল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশ প্রদান করেন।

 

ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। ঐ তরুণী থানা হেফাজতে রয়েছেন। মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে পাশাপাশি দুর্জয়কে জেল হাজতে প্রেরণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ