
মোঃ ইকরামুল হাসান
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর স্ট্যাÐ এলাকায় চাউল বোঝাই নসিমনের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা তসলিম মোল্যার (৫৫) মৃত্যু হয়েছে।
শ্রীপুর উপজেলার চতুরিয়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে তসলিম মোল্যা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
অপরদিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুড়ীয়া এলাকায় মাটি টানা ট্রাক্টর গাড়ির চাকার নীচে পড়ে আবিদ (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মহম্মদ পুর উপজেলার খোর্দফুলবাড়ি গ্রামের উবায়দুল মোল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে বিএনপি নেতা তসলিম মোল্যা গ্রামের বাড়ি চতুরিয়া থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন মোটর সাইকেল যোগে । পথেই লাঙ্গলবাঁধ বাজারমুখী চাউল বোঝাই নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক তসলিম মোল্যার মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত নসিমন চালক মনিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।
অন্যদিকে বেলা ১২ টার দিকে মহম্মদ পুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথুড়ী এলাকায় খোর্দফুলবাড়ি ট্রাক্টর নামক মাটি টানা গাড়ীর নীচে চাপা পড়ে গুরুতর আহত আবিদকে মহম্মদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
উভয় ঘটনায় শ্রীপুর ও মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।