অপরাধ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ

  প্রতিনিধি 2 May 2025 , 10:49:52 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 বুধবার  রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াহাটি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান এ অভিযানের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা ৩৩৩৬ পিস, ডানম্যাক লাক্সারি চশমা ১৫৭৫ পিস, জিরো বয়েজ চশমা ১৬৯১ পিস, লন্ডন চশমা ৯৬০ পিস ও কিং চশমা ৮৪০ পিস। এসব চশমা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ