
চেতনায় বাংলাদেশ
লেখক: মোঃ ইকরামুল হাসান হৃদয়, মাগুরা / সার্বিক সহযোগিতায়ঃফয়সাল হায়দার মাগুরা
চেতনায় বাংলাদেশ..
আলোকিত এক নাম,
যার স্বপ্নপটে নেতৃত্বে
খন্দকার মোজাপ্ফার হোসেন স্যার—
প্রেরণার মহান ধ্রুবতারা।
তার স্নেহের ছায়ায়,
ইনচার্জগণ উদার মনের দীপ্তি ছড়ান,
ভালোবেসে আগলে রাখেন সবাইকে,
স্বপ্নের পথ দেখান অক্লান্ত ভালোবাসায়।
তাই তো সারা দেশের প্রতিনিধি-দল,
মনে আনন্দের মুকুল ফুটিয়ে হাসে,
ভোরের শিশিরের মতো নির্মল,
আমাদের প্রাণ ভরে যায় গর্বের উল্লাসে।
যখনই আসে কঠোর শাসনের ধারা,
তাও মেনে নেই ভালোবাসার ইশারা ভেবে—
জানি, সেই শাসনও ভবিষ্যতের আলোকরেখা,
সাফল্যের পথে রাখে দৃঢ় পা ফেলে।
চার বছরের যাত্রা আজ মুকুলে ভরা,
সময় এসেছে—ফুলে ফলে সাজাবার চারা,
শ্রম আর ভালোবাসার অবিরাম স্পর্শে,
চেতনায় বাংলাদেশ হবে বিশ্বমঞ্চের তারা।
স্বপ্নের এই শস্য আমরা করবো আহরণ,
একতাবদ্ধ প্রাণে তুলবো বিজয়ের ধ্বনি,
বিশ্বের আকাশে গর্বভরে বলবো—
“আমরাই চেতনায় বাংলাদেশের কণ্ঠ, হৃদয় ও প্রাণ।”
সাংবাদিক কখনো মাথা নত করে না,
সাংবাদিক কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না,
সাংবাদিক কখনো অর্থের কাছে বিক্রি হয় না।