অন্যান্য

স্বামী নয়, প্রেমিক চাই ! প্রেমিকের বাড়িতে প্রেমিকার আমরণ অনশন শুরু

  প্রতিনিধি 6 May 2025 , 1:20:07 প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

পরকীয়ার টানে স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এক প্রেমিকা। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামে।

প্রেমিকা পূজা মন্ডল, পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার মহিষচরণী গ্রামের ইন্দ্রজিৎ মন্ডলের মেয়ে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা থেকে প্রেমিক অসীম রায়ের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন। তার দাবি, প্রেমিক অসীম যদি তাকে বিয়ে না করে, তবে সে এখান থেকে লাশ হয়ে ফিরবে।

পূজা মন্ডলের ভাষ্যমতে, প্রায় ১২ বছর আগে এক ধর্মীয় অনুষ্ঠানে অসীম রায়ের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই মোবাইল ফোনে কথাবার্তা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে পরিবারের পছন্দে বিয়ে হলেও তা ভেঙে যায়। পরে দ্বিতীয়বার বিয়ে হয় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কাঠালতলা গ্রামের দেব প্রসাদ সেনের সঙ্গে। এই সংসারে তার একটি সাড়ে তিন বছরের কন্যাসন্তান রয়েছে।

তবে প্রেমিক অসীমের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেননি তিনি। বিভিন্ন সময় আত্মীয়দের বাড়িতে গিয়ে একান্তে সময় কাটানোরও অভিযোগ করেন তিনি নিজেই। সর্বশেষ, প্রেমিক অসীম রায়ের আশ্বাসে গত ৪ মে ২০২৫ তারিখে বাগেরহাট নোটারি পাবলিক অফিসে এফিডেভিটের মাধ্যমে স্বামী দেব প্রসাদ সেনকে ডিভোর্স দেন পূজা।

এরপর তিনি চলে আসেন প্রেমিক অসীম রায়ের বাড়িতে। সেখানেই তিনি কান্নাকাটি করে বিয়ের দাবি জানান এবং অনশন শুরু করেন। অভিযোগ রয়েছে, অসীম রায় ঘটনাস্থল থেকে সরে পড়েন এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

অসীমের মা বলেন, “পূজা আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। যে মেয়ে একের পর এক স্বামী ডিভোর্স দিতে পারে, সে আমার ছেলেকেও ঠকাতে পারে। আমার ছেলে তার জন্য অনেক টাকা খরচ করেছে।”

স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ