প্রতিনিধি 7 May 2025 , 6:43:05 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (আজ) দুপুরে উপজেলার গোসিঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আজ দুপুরে অভিযান চালিয়ে মো. সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে গোসিঙ্গা ইউপি চেয়ারম্যানের দায়িত্বে আছেন।”
৪৫ বছর বয়সী সাইদুর রহমান শাহীন উপজেলার গোসিঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও প্রভাবশালী মুখ হিসেবে বিবেচিত।
তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানায়নি পুলিশ। ওসি বলেন, “তাঁকে কোন মামলায় আদালতে পাঠানো হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।”
গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।