সারাদেশ

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা সহ একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

  প্রতিনিধি 8 May 2025 , 7:12:24 প্রিন্ট সংস্করণ

শার্শা উপজেলা প্রতিনিধিঃ

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এর অভিযোগে ১,২০,০০০ হাজার টাকা জরিমানা ও ফারুক হোসেন (৩৪) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম জেল দেন উপজেলা ভুমি সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো: শওকাত মেহেদী সেতু।

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সেতু জানায়, একটি কুচক্রী মহল অধিক আয়ের জন্য অবৈধ ভাবে উপজেলার নিজামপুর ও লক্ষনপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করছিল। তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১টি ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মোট তিনটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে বিনাশ্রম ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

গাজায় গণহত্যা ও দেশে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

মণিরামপুর বিরাট রাজার ধনপাতা ঢিবির দ্বিতীয় পর্যায় খননর উদ্বাধন

আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- সাবেক সংসদ হাবিব

আল্লামা সাঈদী কখনোই মানবতা বিরোধী ছিলেন না,তিনি চক্রান্তের শিকার -শামীম সাঈদী