প্রতিনিধি 9 May 2025 , 7:24:12 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম
ছাত্রদের ওপর হামলার ঘটনায় দৃঢ় ও সাহসী ভূমিকা নিয়ে কচাকাটা থানা পুলিশ গ্রেফতার করেছে বল্লভের খাষ ইউনিয়নের দুইজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে। পুলিশের এই পদক্ষেপ এলাকায় আলোচনার ঝড় তুলেছে এবং আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও একধাপ বাড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বল্লভের খাষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ (৩২), পিতা—মৃত মনছার আলী, গ্রাম—সিঙ্গীমাড়ী এবং একই ইউনিয়নের সক্রিয় সদস্য মোঃ মিজানুর রহমান মাস্টার, পিতা—মৃত হযরত আলী, গ্রাম—কৃষ্ণপুর পাতলীপাড়া, নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা নং-০৭, তারিখ: ১৭/০১/২৫। অভিযোগপত্রে উল্লেখিত ধারাসমূহ—১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৪১/৩৮৫/৩৮৭/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪—বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হোসেন জানান, “গত ৫ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলের পরিচয় যারই থাকুক, অপরাধ করলে ছাড় নেই।”
তিনি আরও জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আজ (শুক্রবার) সকালে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশের এই সাহসী ও নিরপেক্ষ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। স্থানীয় শিক্ষক, সাংবাদিক, এবং শিক্ষার্থীরা বলছেন—এ ধরনের পদক্ষেপ হলে ভবিষ্যতে কেউ আর শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে সাহস করবে না।