প্রতিনিধি 9 May 2025 , 7:37:34 প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন সাগর :
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সমুদ্রঘেঁষা পর্যটননগরী কুয়াকাটায় নির্মিত হয়েছিল ২০ শয্যার সরকারি হাসপাতাল—লক্ষ্য ছিল দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে হাসপাতালটি আজ জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা ও অব্যবস্থাপনার কারণে কার্যত অচল হয়ে আছে।
চিকিৎসা সেবার স্বপ্ন দেখিয়ে এক যুগ আগে চালু হওয়া এই হাসপাতাল এখন শুধুই একটি অবকাঠামো। ‘২০ শয্যা’ নামে পরিচিত হলেও এখানে শুধু প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো সেবা মিলছে না। গর্ভবতী মায়েদের জন্য স্বাভাবিক প্রসব বা প্রসূতি সেবা নেই। নেই পর্যাপ্ত ওষুধ, নেই সেবিকাও। জরুরি সময়েও মিলছে না প্রয়োজনীয় সহায়তা।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে বিদ্যুৎ থাকলেও বৈদ্যুতিক পাখা ঘোরে না, বিকল্প আলো নেই, বাথরুমও ব্যবহারের অনুপযুক্ত। ফলে কুয়াকাটাসহ আশপাশের ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই লাখ মানুষ বাধ্য হয়ে ২২ কিলোমিটার দূরের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটছেন।
বিশেষ করে প্রসূতি নারী ও শিশুদের জন্য এটি চরম বিপর্যয়। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের উদাসীনতায় এই হাসপাতালটি এখন মৃতপ্রায়।
স্থানীয়দের দাবি, অবিলম্বে কুয়াকাটা হাসপাতালটিকে কার্যকর করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। না হলে এই উপকূলীয় জনগোষ্ঠীর ভোগান্তি আরও বাড়বে।