অন্যান্য

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, এতিম শিশুরা খেলো বিয়ের খাবার

  প্রতিনিধি 11 May 2025 , 5:23:01 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি বিয়ের জন্য প্রস্তুত করা খাবার স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, ব্রাহ্মণগাঁও গ্রামের নোয়াবাড়ি পাড়ার আনোয়ার মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে একই ইউনিয়নের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে বরযাত্রী আসার আগেই ইউএনও সেখানে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করেন।

ইউএনও ছামিউল ইসলাম বলেন, “বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। মেয়েটি যেন নিয়মিত স্কুলে যায়, তা নিশ্চিত করতে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বিয়ের খাবার স্থানীয় ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ