অন্যান্য

গাজীপুর-শ্রীপুরে এক সন্দেহ জনক মৃত দেহ উদ্ধার 

  প্রতিনিধি 13 May 2025 , 9:00:54 প্রিন্ট সংস্করণ

oplus_34

কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
১২ এপ্রিল ২০২৫ সোমবার দুপুর ২ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তালহা গার্মেন্টস এর সামনে এবং আবিদ ডায়িং এর কাছে মোস্তাফা কামালের ফ্লাট বাড়ি থেকে ভাড়াটিয়ার রক্তাক্ত মৃত দেহ পাওয়া গিয়াছে।
মৃতদেহের ব্যক্তি হলো মোঃ সোহেল রানা(৪৫),পিতা মৃত.আফাজ উদ্দিন, গ্রাম:ত্রিখুর,থানা:নবাবগঞ্জ, জেলা:দিনাজপুর। তার আগের ঘরের ১ ছেলে আছে।ছেলের নাম নুর মোহাম্মদ(১৬)।আগের বৌ মারা যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করেছিলো।
তার বৌ বক্তব্য হলো তার স্বামী পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু সুরত হালে দেখা গেছে দুই কান দিয়ে রক্ত বের হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন বিদ্যমান এবং তার স্ত্রীর চোখে কোনো কান্নাকাটির পানি নাই। তাই সন্দেহবশতঃ হয়ে স্থানীয় জনতা সাংবাদিকদের ডাকেন। পরে সাংবাদিকরা শ্রীপুর মডেল থানায় ফোন দিলে পুলিশ  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিউজ লেখা পর্যন্ত মৃতদেহটি বর্তমানে শ্রীপুর থানা হেফাজতে আছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ