প্রতিনিধি 16 May 2025 , 5:37:21 প্রিন্ট সংস্করণ
মাহদি হাসান, ব্যুরো চিফ, শেরপুরঃ
পিছিয়ে পড়া শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে নজিরবিহীন নাগরিক উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত, শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে এই ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অর্ধলক্ষাধিক মানুষ।
মানববন্ধনে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ ভুলে জেলার সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, থেমে যাওয়া যানবাহনের যাত্রীরাও যোগ দেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ মিলিয়ে অংশ নেয় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী জনগণ।
উপস্থিত বক্তারা শেরপুরের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার চিত্র তুলে ধরে ৫ দফা দাবি উপস্থাপন করেন:
১. উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য আধুনিক হাসপাতাল
২. উচ্চ শিক্ষার জন্য একটি সরকারি বিশ্ববিদ্যালয়
৩. জেলার সাথে রেল যোগাযোগ
৪. পর্যটন খাতের উন্নয়ন
৫. অর্থনৈতিক জোন স্থাপন করে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি।
সুবিস্তৃত মানববন্ধন এলাকাজুড়ে চারটি অ্যাম্বুলেন্স ও সরকারি চিকিৎসক-নার্সের উপস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শতাধিক স্বেচ্ছাসেবক তৃষ্ণার্তদের পানি সরবরাহ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক নজরদারি করে।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কর্মসূচি শেষে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে শেরপুর জেলাকে শাটডাউনের মত কঠোর কর্মসূচি দেয়া হবে।
জেলার ইতিহাসে রাজনৈতিক কর্মসূচি ছাড়া সর্বোচ্চ জনসম্পৃক্ততা লক্ষ্য করা গেছে এই মানববন্ধনে, যা শেরপুরের উন্নয়নের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করেছে।