প্রতিনিধি 16 May 2025 , 5:44:21 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ১১ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরত আসেন।
ফেরত আসার সময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের উচ্চপদস্থ সচিব আলমাস হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনসহ ফেরত আসা ব্যক্তিদের আত্মীয়-স্বজন।
সহকারী হাই কমিশনের সচিব আলমাস হোসেন জানান, দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর, তারা সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন এবং মুক্তির পর কিছুদিন ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার নরসিংগর স্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন: ফারজানা আহমেদ নিপা (কুমিল্লা),মো: ইব্রাহিম আলী (ফেনী),হেলাল জমদ্দার (বাগেরহাট),মো: আকরামুল ইসলাম (রাজশাহী),কবীর শেখ (চাঁপাইনবাবগঞ্জ),রাহুল শেখ (চাঁপাইনবাবগঞ্জ),মো: আশরাফুল হক (চাঁপাইনবাবগঞ্জ),সুমন রানা (চাঁপাইনবাবগঞ্জ),বদরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ),মো: আব্দুল মান্নান (চাঁপাইনবাবগঞ্জ),মো: রুহুল আমিন (চাঁপাইনবাবগঞ্জ)
তাদের প্রত্যেককে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।