অন্যান্য

গাজীপুরের টঙ্গীতে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক।

  প্রতিনিধি 19 May 2025 , 7:42:33 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ।

শনিবার(১৭ মে)রাতে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার এর দিক নির্দেশনায় টঙ্গী রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সালমা আক্তার নামের এক নারীর ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তারকে আটক করে রেলওয়ে পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ টাকা।

এবিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবার ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ