প্রতিনিধি 19 May 2025 , 7:49:11 প্রিন্ট সংস্করণ
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় আবারও বর্বরতা! ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করলো আপন চাচা-ভাতিজা
আছিয়ার বিচারের রেশ না কাটতেই নতুন কলঙ্ক:পাটখেতে উদ্ধার, ধর্ষণে অভিযুক্ত স্বজন
মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের রায় ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের ঘটলো মর্মান্তিক ঘটনা। সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে এক ভারসাম্যহীন কিশোরী আপন চাচা ও ভাতিজার লালসার শিকার হয়েছে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে নিখোঁজের পর মেয়েটিকে বাড়ির পাশের পাটখেত থেকে উদ্ধার করে পরিবার। কিশোরীর মায়ের অভিযোগ, তার মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিশোরীর চাচাতো ভাই। এই ঘটনা ফের মাগুরার বিবেকবান মানুষের মনে গভীর ক্ষোভ ও বেদনার জন্ম দিয়েছে।