প্রতিনিধি 20 May 2025 , 8:01:38 প্রিন্ট সংস্করণ
অভয়নগরের শ্রমজীবী মানুষের অংশগ্রহণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় নওয়াপাড়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম (হান্নান)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক সরদার শরীফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ ইউনুস আকুঞ্জি।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের কল্যাণে সুষ্ঠু সংগঠন এবং নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” তাঁরা আরও বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।