প্রতিনিধি 20 May 2025 , 8:06:33 প্রিন্ট সংস্করণ
কবির আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে সাপের কামড়ে আব্দুল কুদ্দুস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) ভোররাতে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস জন্মসূত্রে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোনাবাড়ী নদীর পাড় গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত আবেদ আলী। স্থানীয়ভাবে তিনি ‘ত্রিশাইল্লা চৌকিদার’ নামে পরিচিত ছিলেন, কারণ তিনি একসময় গাজীপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আয়েশা নামের এক বিধবা নারীকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিক কলহের কারণে আয়েশা মেয়েকে নিয়ে আলাদা চলে গেলে কুদ্দুস আলালের বাড়িতে আর থাকতে পারেননি। এরপর তিনি আশ্রয়ের জন্য স্থানীয় রফিক নামের এক দোকানদারের কাছে সাহায্য চান এবং তার দোকানের টিনশেড বারান্দায় থাকতে শুরু করেন।
সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ দংশন করে। স্থানীয়দের কান্নার শব্দে সাড়া দিয়ে তারা তাকে মাওনা বাজারের ওষুধ বিক্রেতা জানে আলমের ফার্মেসিতে নিয়ে যান, যেখানে তাকে দুই ডোজ অ্যান্টিভেনাম দেওয়া হয়। জানে আলম প্রতিটি ডোজের জন্য ৭০০০ টাকা দাবি করলেও পরিবার ৩৫০০ টাকা দিতে সক্ষম হয়।
এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিউজ লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, কুদ্দুস দুদিন পরেই একটি চৌকি কিনে বারান্দায় বসাতে চেয়েছিলেন। সাপটি তিনি নিজেই লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলেন, তবে শেষরক্ষা হয়নি।