অপরাধ

নাশকতা মামলায় সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতি কারাগারে

  প্রতিনিধি 20 May 2025 , 9:27:23 প্রিন্ট সংস্করণ

ইয়াসিন আলম

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ের ঘটনা হিসেবে থানায় নথিভুক্ত হয়েছিল।

ওসি আরও জানান, গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। জামিনের কোনো আবেদন না থাকায় এবং পুলিশের পক্ষ থেকেও রিমান্ডের আবেদন না আসায় আদালত সরাসরি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, আদালত থেকে সাবেক এমপি সেঁজুতিকে কারাগারে নেওয়ার সময় শ্রমিক দলের বেশ কিছু নেতাকর্মী বিক্ষোভ করেন। তারা তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ