অন্যান্য

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  প্রতিনিধি 21 May 2025 , 10:17:59 প্রিন্ট সংস্করণ

শার্শা উপজেলা প্রতিনিধি-

যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে শার্শা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়াএলাকার উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ধর্ষিতার মাতা গৃহপরিচারিকা ও বাবা পেশায় একজন ভ্যান চালক। তারা দুই জনই প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হয়ে যায়। বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী রবিউল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরিক্ষার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ