অন্যান্য

অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 May 2025 , 2:27:03 প্রিন্ট সংস্করণ

মোঃ রিফাত হোসেন, নোয়াপাড়া পৌর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার (২১ মে) উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন যশোর-৪ (৮৮) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি এম এম আশিকুরুজ্জামান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা যুব সভাপতি মোঃ মাসুদ রানা, সমাজসেবক আলহাজ্ব মতিয়ার রহমান, বাগুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ মামুন মোড়ল প্রমুখ।

এদিন নেতৃবৃন্দ শেখ আব্দুল ওহাব মডেল কলেজ, পিপিবি মাধ্যমিক বিদ্যালয়, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংগাড়ি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন। বক্তারা বলেন, “শিক্ষা, নৈতিকতা ও উন্নত সমাজ গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামীর সুন্দর অভয়নগর গড়তে চাই আমরা।”

প্রচার কার্যক্রমটি শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয়

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ