অন্যান্য

গাইবান্ধায় সাবেক ছয় এমপি সহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা

  প্রতিনিধি 22 May 2025 , 8:06:44 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

মোঃ নুরুন্নবী মিয়া,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার জেলার সংসদীয় পাঁচটি আসনের সাবেক ৬ এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামীরা হলো- নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আসামিসহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরনের তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এই বাদি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

ডাকাতিয়া নদী হবে দখল মুক্ত: রায়পুর পৌর প্রশাসক

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কৃষিতে সময় ও খরচ বাঁচাবে ড্রোন প্রযুক্তি: কৃষকের উৎপাদনশীলতা বাড়ছে ২০%

মহম্মদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার ১ জন

৫ বছর থেকে তেল শুন্য ভাসমান দুই ডিপো

বন্দি আশ্রয়প্রার্থীদের অধিকার লঙ্ঘন করেছে অস্ট্রেলিয়া: জাতিসংঘ