অন্যান্য

‎পদত্যাগ নয়, প্রতিরোধেই জয়ের মানে ! ড. ইউনূস সরে গেলে হারাবে বাংলাদেশ, জাগবে দানবরা ‎

  প্রতিনিধি 23 May 2025 , 9:24:05 প্রিন্ট সংস্করণ


পদত্যাগ করলে নিভে যাবে একটি নৈতিক আলোকবর্তিকা, আর জেগে উঠবে সেই অন্ধকার যারা গণতন্ত্রের মুখোশ পরে গণবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।একজন ইউনূসের পিছু হটা মানেই কোটি মানুষের আশাভরসা ধসে পড়া; এটা শুধু পদ নয়, একটা যাত্রার সমাপ্তি।‎ ড. ইউনূস যদি সরে যান, হারাবে সাহস—জাগবে ষড়যন্ত্রকারীরা; ইতিহাস ফের দাঁড়াবে বঞ্চিতদের বিপক্ষে।‎ নেতা সরে গেলে নেতৃত্ব নয়, স্বপ্নটাই মরে যায়—এই পদত্যাগ জাতির আত্মবিশ্বাসের উপর চরম আঘাত


‎কে,এম,মোজাপ্ফার হুসাইন

‎জাতির আস্থার প্রতীক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন সামনে আসতেই দেশজুড়ে উদ্বেগ, আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে তাঁর সরে যাওয়া কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং গোটা জাতির জন্য হতে পারে একটি ভয়ঙ্কর আত্মঘাতী মোড়।

‎ড. ইউনূস পদত্যাগ করলে হারাবে বাংলাদেশ। জাগবে সেই দানবেরা, যারা গণতন্ত্র নয়—লুটপাটে বিশ্বাসী।”

‎,“ইউনূস কোনো গোষ্ঠী বা দলের প্রতিনিধি নন। তিনি উঠে এসেছেন জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষা থেকে। তাঁর সরে যাওয়াটা হবে সেই আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত।”

‎এই মুহূর্তে যখন দেশে রাজনৈতিক অনিশ্চয়তা, বিচারহীনতার সংস্কৃতি ও করপোরেট দখলদারিত্বের হুমকি বেড়েই চলেছে—তখন জনগণ ড. ইউনূসের মাঝে দেখছে একটি বিকল্প নেতৃত্বের রূপরেখা। তাঁর পদত্যাগ মানেই এই বিকল্প স্বপ্নের ভেঙে পড়া।

‎রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূসের এই সিদ্ধান্ত গণআস্থার ভিত্তি নড়বড়ে করে দিতে পারে। পদত্যাগ করলে তা রাজনৈতিকভাবে শুধু এক ব্যক্তির নয়, গণ-আশা ও ভবিষ্যতের একটি সম্ভাবনার ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে।

‎“আজ যারা ড. ইউনূসকে চাপ দিয়ে সরাতে চায়, তারা জানে—এই নেতৃত্ব থাকলে দুর্নীতির, দখলদারির আর ভোট-চক্রান্তের রাজনীতি টিকে থাকবে না। তাই তাঁকে সরানো মানেই সেই চক্রের জয়।”

‎তিনি স্পষ্ট করে সতর্ক করেন, “দেশকে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, তার দায় থাকবে সেইসব চক্রান্তকারী মহলের ওপর—এবং ইতিহাস তা ভুলে যাবে না।”

‎অন্যদিকে তরুণ সমাজ, নাগরিক সমাজ এবং প্রগতিশীল অংশ বলছে, এখন সময় পিছু হটার নয়—প্রতিরোধ গড়ে তোলার।

‎কারণ, যদি ড. ইউনূস হারেন, হারাবে মানুষ—হারাবে এক বিকল্প বাংলাদেশের স্বপ্ন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ