অন্যান্য

গুরুদাসপুরের পিপলাই বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে দশ বছরের নিখোঁজ ।

  প্রতিনিধি 24 May 2025 , 4:11:55 প্রিন্ট সংস্করণ

প্রতিবেদকঃএস,এম পারভেজ তালুকদার 

গুরুদাসপুর উপজেলা ৩ নং খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের মোঃ গকুল প্রাং ছেলে মোঃ রোহান বসয় ১০ বছর ৩য়শ্রেণীতে পড়ে আজ ২৪/৫/২৫ইং রোজ শনিবার আনুমানিক সকাল ১০ টার সময় স্থানীয় বন্ধুদের সঙ্গে পিপলা ব্রিজ ঘাটে গোসল করতে যায়। হঠাৎ গভীর স্রোত এসে রোহান কে টেনে নিয়ে যায়।

সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে কিনারে উঠতে পারলেও রোহান আর সাঁতরে উঠতে পারেনি , তার পর তার পিতার কাছে খবর টা পৌঁছে দেয় সেই থাকা বন্ধুরা তার পিতা গকুলের চিৎকার এলাকাবাসী এগিয়ে আসে এবং পিপলা ব্রিজ এর নিচে থাকা কচুরিপানা পরিষ্কার করে রোহান কে অনেক খোঁজাখুঁজি করে তবুও তাকে খুঁজেপাওয়া যায়নি।

স্থানীয় মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক আমরা গুরুদাসপুর ফায়ার সার্ভিস ডুবুরিদলকে খবর দেওয়া হয় এবং তাদের একটি টিম কাজ করছে এবং এই নদী টি আমাদের পার্শ্ববর্তী থানা তাড়াস হয়ে যমুনা নদীতে ঠেকেছে আমরা নৌকা দিয়ে মাইকিং করছি এবং পার্শ্ববর্তী থানা যোগাযোগ করছি যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজে আমাদের এজন্য মোবাইল নাম্বারটিও দিয়েছি লাস্টটি কেউ খুঁজে পাওয়া মাত্রই আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে এবং এই পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

একি সঙ্গে এলাকাবাসী সবাই একসঙ্গে রোহানের লাশ টি যেন তার পরিবারের কাছে শেষ দেখাটি তার মা এবং তার বাবা আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী দাফন কাফন করতে পারে সে জন্য রোহানের লাশ টি পাওয়া মাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ