অন্যান্য

গোমস্তাপুরের রহনপুরে টানা দেড় ঘণ্টা বৃষ্টিতে খোয়ার মোড়ে পথচারীদের চলাচলে সমস্যা

  প্রতিনিধি 26 May 2025 , 4:25:33 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ( চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়ার মোড়ে সোমবার (২৬ মে) সকাল ৮টা থেকে ৯.৩০টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়, যা পথচারী ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়।

খোয়ার মোড় এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা জানাই, “বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে, ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। অনেকেই হেঁটে যেতে গিয়ে কাদা-পানিতে ভিজে যাচ্ছে।”

এদিকে, রহনপুর সরকারি কলেজের শিক্ষার্থী আপেল আলী বলেন, “আজকের বৃষ্টিতে কলেজে যেতে অনেক কষ্ট হয়েছে। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক সময় নষ্ট হয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে খোয়ার মোড়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে গাফিলতি রয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না, যা জলাবদ্ধতার সৃষ্টি করছে।

শিক্ষার্থীরা এবং স্থানীয়রা পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা সৃষ্টি না হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ