অন্যান্য

ঘনঘোরে ধেয়ে আসে ‘ঝুমুল’ প্রস্তুত হোন বৃষ্টি হবে তুমুল

  প্রতিনিধি 26 May 2025 , 5:27:13 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ সাগর

বঙ্গোপসাগরের গভীরে জমছে ঘনঘোর। লঘুচাপের পূর্বাভাসের পাশাপাশি দেশে ধেয়ে আসছে এক প্রবল মৌসুমি বৃষ্টিবলয়—নাম ‘ঝুমুল’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে বাড়বে বৃষ্টি ও ঝড়ো হাওয়া।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) পূর্বাভাস দিয়েছে, বুধবার (২৮ মে) থেকে সক্রিয় হবে ‘ঝুমুল’ বৃষ্টিবলয়, যার প্রভাব থাকবে টানা ৩ জুন পর্যন্ত।

এই পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়টি দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। এসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ ও দমকা হাওয়া।

এছাড়া ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগেও গুড়ি গুড়ি থেকে শুরু করে মাঝারি ও ভারী বৃষ্টিপাত এবং অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ের মধ্যে নদীপথে চলাচল, পাহাড়ি এলাকায় বসবাস ও নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সম্ভাবনা বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

‘ঝুমুল’-এর বৃষ্টিতে ভিজবে প্রান্ত থেকে রাজধানী—প্রস্তুত থাকুক শহর-গ্রাম, ছাতা আর সর্তকতার ব্যবস্থা রাখতে হবে সবারই।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ