অন্যান্য

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে চীনা নাগরিকসহ বহু হতাহত

  প্রতিনিধি 7 October 2024 , 5:30:49 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন চীনা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে। সিন্ধু প্রদেশে জ্বালানি প্রকল্পে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারের কনভয়ে লক্ষ্য করে এই হামলা হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৭ জন। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।

পুলিশ ও প্রাদেশিক সরকার জানিয়েছে, বিমানবন্দরের বাইরে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে।

এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে।

আরও খবর

তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত!

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান হারালো হাফিজুর রহমান(হাফিজ লেদ)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবককে জুলাই ২৪ নামে জমি ও দোকানঘর উপহার

জমিজমার বিরোধে মামলা, দুমকীতে শিক্ষক কারাগারে

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বান্দরবানে এক যুবকের মৃত্যু

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

                   

জনপ্রিয় সংবাদ