প্রতিনিধি 28 May 2025 , 9:43:47 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।
মনিরামপুরে অবৈধ মৎস্যঘের নির্মাণ বন্ধের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো কৃষক, বাঁচাও দেশ’ এ শ্লোগান কে সামনে নিয়ে স্থানীয় কৃষকদের আয়োজনে যশোরের মনিরামপুরে প্রায় ১০/১২টি গ্রামের কৃষকরা এ সমাবেশে যোগদান করে। ফসলী জমি নষ্ট করে লাগামহীন অবৈধ মৎস্যঘের নির্মাণ বন্ধ ও অনুমোদনহীন অবৈধ ঘের অপসারণের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলার জয়পুর, ব্রাহ্মণডাঙ্গা, ভবানীপুর, ঢাকুরিয়া, ভোজগাতী, কন্দর্পপুর, হুরগাতী, টুনিয়াঘরা, সমশকাটি, ব্রহ্মপুর গ্রামের সহ¯্রাধিক কৃষক এ সমাবেশে অংশ নেন। এতে বক্তব্য রাখেন মাষ্টর নূরুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মনিরুল ইসলাম পাটোয়ারী, শফিউর রহমান, আনসার আলীসহ প্রমুখ। এ সময়ে বক্তারা অবৈধ মৎস্যঘেরসহ ভেড়ীবাধ উচ্ছেদ ও ফসলী জমি নষ্ট করে মৎস্যঘের নির্মাণ বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।