অন্যান্য

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা: উত্তপ্ত পরিস্থিতিতে পাল্টাপাল্টি অবস্থান, সেনা-পুলিশ মোতায়েন

  প্রতিনিধি 29 May 2025 , 7:16:40 প্রিন্ট সংস্করণ

✍️ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত ‘স্কাইভিউ’ নামের বাসভবনে এই হামলা চালান ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা।

ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেলে জিএম কাদের রংপুরে আসার পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। সন্ধ্যায় নগরীর প্রেসক্লাব থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে তারা স্কাইভিউর দিকে অগ্রসর হলে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ টাউনহল এলাকায় অবস্থান নেয়, অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনপাড়া ও সেন্ট্রাল রোডের পার্টি অফিস এলাকায় জড়ো হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রাত পৌনে ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

 

ঘটনার পর রংপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ