প্রতিনিধি 30 May 2025 , 9:58:05 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পেশায় একজন অটোরিকশাচালক এবং আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার বাসিন্দা, মৃত বারেক চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে আখাউড়া উপজেলা পরিষদের স্মৃতিসৌধের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাধানগর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনকে ফোন করে কাইয়ুম নিজেকে আখাউড়া আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা পরিচয় দেন। তিনি দাবি করেন, আলমগীরের স্ত্রী তার বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন এবং দ্রুত দেখা করতে বলেন। সন্ধ্যায় আবারও ফোন করে বলেন, দেখা না করলে রিমান্ডে নেওয়া হবে।
অভিযোগে বলা হয় গ্রেপ্তারকৃত কাইয়ুম আলমগীরকে আখাউড়া উপজেলা মাঠের স্মৃতিসৌধের পাশে দেখা করতে বলেন। সেখানে গেলে কাইয়ুম ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় আলমগীর ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন কাইয়ুম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর আলমগীর হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করেছেন।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, “তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”