সারাদেশ

“তিনি ছিলেন একেবারে আমার বোনের মত”—সাংবাদিক ইয়াসিন আলমের স্ত্রীর মৃত্যুতে চেয়ারম্যান কে.এম. মোজাপ্ফার হুসাইনের হৃদয়বিদারক শোকবার্তা

  প্রতিনিধি 30 May 2025 , 7:43:41 প্রিন্ট সংস্করণ


“একসঙ্গে হারালাম একজন বোন ও এক অনাগত শিশুকে এই ক্ষতি আমার নিজের পরিবারের ক্ষতি”


স্টাফ রিপোর্টার | দৈনিক চেতনায় বাংলাদেশ

ঢাকা, ৩০ মে ২০২৫:

দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. ইয়াসিন আলম-এর স্ত্রী ও অনাগত সন্তান চুলার আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পত্রিকার চেয়ারম্যান কে.এম. মোজাপ্ফার হুসাইন এক গভীর শোকবার্তায় বলেন

> “তিনি ছিলেন একেবারে আমার বোনের মত। তাঁর চলে যাওয়া শুধু একজন সহকর্মীর স্ত্রীর মৃত্যু নয় এটি আমার নিজের পরিবারের একজন প্রিয় সদস্যকে হারানোর শোক।

তিনি আরও বলেন—”আমরা তার জন্য স্বপ্ন দেখেছিলাম, হাস্যোজ্জ্বল মুখে এক নতুন জীবনকে বরণ করার অপেক্ষায় ছিল তার পরিবার। কিন্তু একটি দুর্ঘটনা সেই সব স্বপ্ন ছাই করে দিলো। আজ শুধু একজন নারী নন, একটি অনাগত প্রাণ, একটি ভবিষ্যৎ, একটি মায়া—সব হারিয়ে গেলো। আমি আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন আমার এই বোনকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মেহমান করে নেন, আর ইয়াসিন ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

চেতনায় পরিবার শোকে স্তব্ধ

দৈনিক চেতনায় বাংলাদেশ পরিবার এক বিবৃতিতে জানায় এই মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। একজন সহকর্মীর স্ত্রী ছিলেন যেমন আমাদের ভাবি, তেমনি তার অসীম কষ্ট আমাদের সকলের ব্যক্তিগত বেদনায় পরিণত হয়েছে।

স্মরণযোগ্য যে, গত ২২ মে সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়িতে রান্নার সময় চুলার আগুনে দগ্ধ হন ইয়াসিন আলমের স্ত্রী। তাকে দ্রুত ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে আনা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ মে সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। একটি গর্ভের জীবনও পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেলো।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ