অন্যান্য

ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর অভিযানে ইজারাদার শাহীন শিকদার আটক

  প্রতিনিধি 31 May 2025 , 4:15:04 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাট-বাজারের ১৪৩২ বাংলা সনের ইজারাদার আলহাজ্ব ফরিদুল হক শাহীন শিকদারকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল হাটে সরেজমিনে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র।

প্রত্যক্ষদর্শী ও হাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছিল। সেনাবাহিনী বাজারে উপস্থিত হয়ে এ বিষয়ে যাচাই-বাছাই করে অতিরিক্ত খাজনার প্রমাণ পাওয়ায় ইজারাদার শাহীন শিকদারকে ঘটনাস্থল থেকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। রাজনৈতিক জীবনে তার বিতর্কিত অধ্যায় রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমদের শাসনামলে তিনি যৌথ বাহিনীর হাতে আটক হন।

পরে, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তখন থেকেই তিনি দলীয় রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “আটককৃত শাহীন শিকদারকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। ফলে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি বা মন্তব্য করার সুযোগ নেই।”

নিউজ লেখা পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি। তবে এ ঘটনায় হাটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই মনে করছেন, ইজারার নামে অতিরিক্ত খাজনা আদায় ও হয়রানি দীর্ঘদিন ধরেই চলছিল, যা নিয়ে বহু অভিযোগ থাকলেও প্রশাসনিক হস্তক্ষেপ ছিল সীমিত।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ