অন্যান্য

থানায় অভিযোগ করে হুমকির মুখে মন্দেজ প্রাং এর পুরো পরিবার

  প্রতিনিধি 1 June 2025 , 7:48:13 প্রিন্ট সংস্করণ

এস, এম পারভেজ তালুকদার।

মোঃ মন্দেজ প্রাং (৬৬), পিতা: মৃত হয়রত প্রাং, সাং-শ্রীপুর মধ্যমপাড়া, থানা: গুরুদাসপুর, জেলা: নাটোর। আপনার থানায় হাজির হয়ে বিবাদী ১। মোঃ সবুজ হোসেন ভুট্টু (৩৬), ২। মোঃ শাকিল হোসেন (২৯), ৩। মোঃ শান্ত হোসেন (২২), সকলের পিতা: মোঃ আমির হোসেন, ৪। মোঃ আমির হোসেন (৫৮), পিতা: মৃত আমজাদ হোসেন, ৫। মোঃ লিটন প্রাং ((৪২), ৬। মোঃ লেদন প্রাং (৩৮),৭। মোঃ আকবর প্রাং (২২), সকলের পিতা: মোঃ খয়ের প্রাং, ৯। মোঃ খয়ের প্রাং, পিতা: মৃত রফাত প্রাং সর্ব সাং-শ্রীপুর মধ্যমপাড়া, থানা: গুরুদাসপুর, জেলা: নাটোর গনসহ ৫/৭জন অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি যে, উল্লিখিত বিবাদীগণ আমার প্রতিবেশী। আমি বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের নিকট থেকে গরু ক্রয় করে হাটে বিক্রয় করি। আমার বসতবাড়ীর ভিটামাটি নিয়ে আমার সাথে বিবাদীগনের বিরোধ চলে আসছে। ৩০/০৪/২০২৫ খ্রি: আমি নিজ বাড়ী হতে গরু ক্রয় করার উদ্দেশ্যে নগদ ৬৫,০০০/-টাকা নিয়ে বের হই। কিন্তু গরু কেনা না হলে আমি মাঠ হতে ঘাস কেটে নিজ ব্যাটারী চালিত ভ্যানগাড়ীতে বোঝাই করি। প্রচন্ড গরম থাকায় আমার পরিহিত শার্টসহ নগদ ৬৫,০০০/-টাকা বাজার করার ব্যাগের ভিতরে রেখে ভ্যানগাড়ীর হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে ভ্যানগাড়ী চালিয়ে বসতবাড়ীর আঙ্গীনায় এসে ভ্যানগাড়ী হতে ঘাষ নামাতে থাকলে ৩০/০৪/২০২৫ খ্রি: বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় বিবাদীগণ হাতে ধারালো হাসুয়া, লাঠিসোটা নিয়ে আমার বসতবাড়ীতে এসে আমাকে আক্রমন করে। আমি জীবনের ভয়ে ভীত হয়ে বাড়ীর ভিতরে আশ্রয় নিয়ে বিবাদীগণ আমার বসতবাড়ীর টিনের বেড়া ভাংচুর করে অর্থনৈতিক ক্ষতি সাধন করে। বিবাদী লিটন ও বিবাদী লেদন আমার ভ্যানগাড়ীর হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রাখা ব্যাগসহ নগদ ৬৫,০০০/-টাকা কৌশলে চুরি করে নেয়। বিবাদীগণ আমার বসতবাড়ীর ঘিরে রাখে। আমাদের ডাক চিৎকারে আশপাশের অনেক লোকজন ঘটনাস্থলে এলে বিবাদীগণ আমাকে খুন জখম করবে মর্মে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো। উল্লিখিত ঘটনাবলী সংক্রান্তে স্বাক্ষী: ১। মোঃ শফিকুল ইসলাম (১৮), পিতা: মোঃ মন্দেজ প্রাং, ২। মোছাঃ চায়না বেগম (৪৫), স্বামী: মোঃ মন্দেজ প্রাং, ৩। মোঃ শাওন (১৭), পিতা: মোঃ সুলতান প্রাং, সর্ব সাং-শ্রীপুর মধ্যমপাড়া, থানা: গুরুদাসপুর, জেলা: নাটোর গনসহ আরো অনেকে।

ভুক্তভুগী পরিবার সুবিচার চেয়ে আইনি সহায়তা চেয়েছেন ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসমাউল হক বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ