অন্যান্য

ঢাকা – সিলেট মহাসড়কের পাশ থেকে অবৈধ বাজার উচ্ছেদ, যানজট নিরসনে প্রশাসন-সেনাবাহিনীর যৌথ অভিযান

  প্রতিনিধি 3 June 2025 , 5:42:46 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি অবৈধ বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের পদক্ষেপ নেওয়া হলো।

জানা গেছে, বিশ্বরোড মোড়ে মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা চলাচলের সংযোগ সড়ক দখল করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি বাজার গড়ে তোলা হয়। সেখানে প্রতিদিন চাঁদা আদায় করা হতো। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা দিত।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মাহিম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন এবং বিশ্বরোড হাইওয়ে সড়কের প্রজেক্ট ম্যানেজার শামীম আহমেদ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ