প্রতিনিধি 3 June 2025 , 5:52:25 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১নং বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। আজ সোমবার (২ জুন ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা যুবদল জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আল–আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার ইউনুস মিয়ার স্টেশনারি দোকানে এই ঘটনাটি ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইসলামপুর ফাঁড়ির এসআই সুমন চন্দ্র দাস অভিযান চালিয়ে ওই দোকান থেকে বুধন্তি ইউনিয়ন যুবলীগের সহ–সাধারণ সম্পাদক সোহাগ মেম্বারকে আটক করার চেষ্টা করেন। সেই সময় যুবদল নেতা মিজান হঠাৎ উপস্থিত হয়ে এসআই সুমনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোহাগ মেম্বারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।
এ ঘটনায় যুবদল নেতা মিজানের আচরণকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধকে দল কখনোই প্রশ্রয় দেবে না।