প্রতিনিধি 4 June 2025 , 3:02:21 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক জনতার বাংলা মোঃ আজিজুর রহমান টুটুল সভাপতি ও দৈনিক যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কৃষি অফিসার ও রির্টানিং অফিসার আব্দুস সোবহান জানান, মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক দুই জন প্রতিদ্বন্দ্বিতা
করে এবং মোট ভোটার ৩২ জন। নির্বাচনে ৩২ জন ভোটাই ভোট প্রদান করেছেন। সভাপতি পদে মোঃ আজিজুর রহমান টুটুল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি মোঃ রফিকুল ইসলাম রফিক ১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি মোঃ মুরাদ হোসেন ১০ ভোট পেয়েছেন।
তিনি আরও জানান, আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী শাহীনুর আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, মাধ্যম শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) মতিউর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল।
জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মোঃ কবির হোসেন প্রমূখ।