অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজির তিন যাত্রী নিহত, চালক পলাতক

  প্রতিনিধি 6 June 2025 , 6:04:06 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নবীনগর উপজেলার লাপাং এলাকার মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯), এবং ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নবীনগর থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ইব্রাহিমপুর বাজারের বাঁশবাজার থেকে এতিমখানা রোডের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ