অন্যান্য

জীবনযুদ্ধের দিনপঞ্জি: কেউ লড়ে বেঁচে থাকে, কেউ নিঃশব্দে হারিয়ে যায়

  প্রতিনিধি 7 June 2025 , 7:23:45 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

একটা শিশু ভোরবেলা ঘুম ভেঙে দেখে, তার পাশে মা নেই—মা পাটকলের কাজ থেকে এখনও ফেরেনি। বৃদ্ধ রিকশাচালক হাফাতে হাফাতে চালায় যান শহরের অজস্র অলিগলি—জরুরি সারা দিনের আয়ের জন্য। আর শহরের আলো ঝলমলে রাস্তায় এক তরুণী দাঁড়িয়ে থাকে—নতুন সকালটা হয়তো একটু আলাদা হবে বলে।

এটাই বাংলাদেশ। এটাই জীবন। এখানে মানুষ কেবল স্বপ্ন দেখে না, টিকে থাকার জন্য লড়েও যায়। প্রতিদিন।

বেঁচে থাকার লড়াইটা এখানে রোমাঞ্চ নয়—এটা বাস্তবতা।
মানুষের এই অনন্ত সংগ্রামে কেউ উঠে আসে আলোয়, আবার কেউ হারিয়ে যায় কালের অন্ধকারে। তবে প্রতিটি মুখে লুকানো থাকে গল্প—একটি যুদ্ধের গল্প, একটি প্রতিজ্ঞার গল্প, কখনোবা শুধুই বেঁচে থাকার আকুতি।

চট্টগ্রামের পাহাড়ি এলাকার শামসু কাকু ছেলের পড়ালেখার জন্য কাঠ কাটেন প্রতিদিন। বরিশালের লিজা এখনো খুঁজে বেড়ান নিখোঁজ বাবার খোঁজ, যে মানুষটা নদী পার হওয়ার পথে জীবন রেখে এসেছিলো জোয়ারের স্রোতে।

কেউ জেতে, কেউ হেরে যায়। কিন্তু সবাইই লড়াই করে যায়।

বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশি মানুষগুলো প্রতি ভোরে আবার দাঁড়ায়। দাঁড়িয়ে যায় এক নতুন দিনের আশায়, যেন এই দিনটা হয়তো একটু ভালো হবে। হয়তো আজকের সংগ্রামটা কালকার স্বাধীনতা।

এই যুদ্ধ থেমে থাকে না। থেমে থাকে না মানুষের স্বপ্ন।

সমাজবিজ্ঞানীরা বলছেন, এটাই হলো সত্যিকারের নায়কত্ব। ক্যামেরা নেই, মিডিয়া নেই, অথচ প্রতিদিন যারা নিজেদের ঘাম-রক্তে সমাজকে বাঁচিয়ে রাখেন—তারাই প্রকৃত নায়ক।

তবে এই নায়করা কোনো সংবর্ধনা চান না। তারা চায় ন্যায্যতা। সুযোগ। সম্মান। একটু নিরাপত্তা। একটু ভালোবাসা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ